চোরাই ৩৯টি ব্যাটারী যার আনুমানিক মূল্য ৫,৪০,০০০/- টাকা উদ্ধার

 পুলিশ সুপার, বগুড়া জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তীবি পিএম মহোদ্বয়ের নির্দেশনায় বগুড়া জেলা মাদক মুক্ত ও চুরি, ছিনতাই রোধ কল্পে জনাব নিয়াজ মেহেদী সহকারী পুলিশ সুপার,



 গাবতলী সার্কেল ও জনাব রাজেশ কুমার চক্রবর্তী অফিসার ইনচার্জ, সারিয়াকান্দি থানা, বগুড়া এর নেতৃত্বে এসআই (নিঃ) খোকন চন্দ্র দাস সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ গোলাম রসুল, এসআই (নিঃ) মোঃ মাহাবুব হাসান, সঙ্গীয় ফোর্সসহ ইং ২৮/১১/২০২২ তারিখ রাত্রী ২৩.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে সারিয়াকান্দি থানাধীন পাঁচপীরতলা গ্রামস্থ মোঃ রতন মিয়া (৪০) পিতা-মৃত আব্দুস সাত্তার এর টিনের চৌচালা ধান ভাংগানো মেশিন ঘরের মধ্যে হইতে আসামী 



১। মোঃ রতন মিয়া (৪০) পিতা-মৃত আব্দুস সাত্তার, মাতা-মোছাঃ শিরিন বেগম, সাং-ফুলবাড়ী পশ্চিমপাড়া (পাঁচপীরতলা), থানা-সারিয়াকান্দি, ২। মোঃ শামীম (২৬) পিতা-মোঃ লতিফ প্রাং, মাতা-মোছাঃ বুলি বেগম, সাং-শালুকগাড়ী, ৩। মোঃ জিল্লুর রহমান (২৫) পিতা-মোঃ মহসিন আকন্দ, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-কালুডাঙ্গা, ৪। মোঃ এন্তেজার প্রাং (৫০) পিতা-মৃত গবরা প্রাং, মাতা-মৃত হাজেরা বেগম, সাং-শালুকগাড়ী,সর্ব থানা-গাবতলী, ৫। মোঃ সুমন ইসলাম (২৮) পিতা-মৃত জবেদ আলী প্রাং, মাতা-মৃত আছেনা বেগম, সাং-কুশাহাটা, থানা-সারিয়াকান্দি, সর্ব জেলা-বগুড়াগনকে গ্রেফতার করেন এবং তাহাদের হেফাজত হইতে চোরাই ৩৯টি ব্যাটারী যার আনুমানিক মূল্য ৫,৪০,০০০/- টাকা। আসামীদোর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ কর হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url