৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৫৭০ (পাঁচশত সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট ও ০১ (এক) টি প্রাইভেটকারসহ ০৩ (তিন) জন গ্রেফতার।

 ৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৫৭০ (পাঁচশত সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট ও ০১ (এক) টি প্রাইভেটকারসহ ০৩ (তিন) জন গ্রেফতার।



অদ্য ১০/১১/২০২২ খিঃ ০৩.৩০ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন হাটিকুমরুল বাজারস্থ জমজম দই এন্ড মিষ্টান্ন ভান্ডারের সামনে পশ্চিমপাশে পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ঢাকা হইতে রংপুরগামী একটি গোল্ডেন রংয়ের Corolla Axlo প্রাইভেটকার যাহার রেজি নং-ঢাকা মেট্রো-গ-৩৫-০৭৯৬ তে বসা ব্যক্তিদের নিকট হইতে ৫৭০ (পাঁচশত সত্তর) পিচ কথিত ইয়াবা ট্যাবলেট ও ০১ (এক) টি প্রাইভেটকার জব্দ করা হয়। যার অবৈধ ইয়াবার বাজার মূল্য আনুমানিক ২,২৮,০০০/-(দুই লক্ষ আঠাশ) হাজার টাকা। আসামী ০১। মোঃ মজিবুল্লা (৩৬), পিতা-মোঃ ইসলাম, সাং-সাতগড়িয়াপাড়া, থানা-রামু, জেলা-কক্সবাজার, ০২। মোঃ ফরহাদ হোসেন (২৭), পিতা-সোহরাব হোসেন, সাং-ফকির কান্দি, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, এপি সাং-প্লট নং-১৬৪৬,রোড নং-বিডিআর বাড়ী রোড, মেরুল বাড্ডা, থানা-বাড্ডা, ডিএমপি, ঢাকা, ০৩। মোঃ ফজলুর রহমান (৪৮), পিতা-আঃ খালেক ব্যাপারী, সাং-কুলপন্দি, থানা ও জেলা-মাদারীপুর, এপি সাং-বাসা নং-২০৪, ৬ষ্ঠ তলা ফকিরাপুল, থানা-মতিঝিল, ডিএমপি, ঢাকাদেরকে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রওশন মোস্তফা, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আরিফ আলী এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) আল-আচানুল কবির, এসআই (নিঃ) ফরিদ মিয়া, এএসআই (নিঃ) মোঃ রুহুল আমিন, এএসআই (নিঃ) মোঃ বাচ্চু মিয়া, কং/ মোঃ রিপন মিয়া, কং/মোঃ মানিক মিয়া, কং/পারভেজ হোসেন এবং নারী কং/নন্দীনি এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে সিরাজগঞ্জ জেলার সলংগা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণি ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url