র্যাব১২’র পৃথক অভিযানে হেরোইন এবং ফেন্সিডিলসহ ০৩ জন আটক
** র্যাব১২’র পৃথক অভিযানে হেরোইন এবং ফেন্সিডিলসহ ০৩ জন আটক।**
১। র্যাব-১২’র বগুড়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বীরগ্রাম বাসস্ট্যান্ডে এলাকায় একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। ২৪ নভেম্বর, ২০২২ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় পরিচালিত এই অভিযানে গ্রেফতার করা হয় ০১ মাদক কারবারিকে। এ অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৩০ গ্রাম হেরোইন।
২। র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর চৌকষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন নলকা ইউনিয়নস্থ ঢাকা-রংপুর মহাসড়ক থেকে সিরাজগঞ্জ গামী রাস্তার মোড়ে একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। ২৪ নভেম্বর, ২০২২ বিকাল ৩.৪০ ঘটিকার দিকে পরিচালিত এই অভিযানে গ্রেফতার করা হয় দুই মাদক কারবারিকে। এ অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯৯ বোতল ফেন্সিডিল।