জেলা পুলিশ বগুড়া’র বিশেষ অভিযানে খুন, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামী গ্রেফতার

 জেলা পুলিশ বগুড়া’র বিশেষ অভিযানে খুন, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামী শ্রী জুয়েল চন্দ্র ওরফে হাড়ী জুয়েলকে ০১টি বিদেশী পিস্তল ০২ রাউন্ড গুলি, ০১ ‍টি ম্যাগজিন ও ৬৫ (পয়ষট্রি) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক। 



ইং ১৮/১১/২০২২ তারিখ রাত ০০.১০ ঘটিকার সময় বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্তাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শরাফত ইসলাম ও ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে বগুড়া ডিবি ও সদর থানার যৌথ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন কাতিলতলা হাট শিববাটি কালিমন্দিরের দক্ষিন পার্শে জনৈক মো: আ: খালেক চৌধুরী এর নির্মাানাধীন বাড়ীর নিচতলায় হইতে ০১টি বিদেশী পিস্তল ০২ রাউন্ড গুলি, ০১ ‍টি ম্যাগজিন ও ৬৫ (পয়ষট্রি) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী শ্রী জুয়েল চন্দ্র ওরফে হাড়ী জুয়েলকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তির নাম ও ঠিকানাঃ


১। শ্রী জুয়েল চন্দ্র ওরফে হাড়ী জুয়েল (৪২), পিতা শ্রী মনোরঞ্জন ওরফে কালিপদ, সাং সাবগ্রাম মালিপাড়া, থানা ও জেলা বগুড়া।


উদ্ধারকৃত আলামতঃ


১। ০১ (এক) টি 7.65 ট্রেগার সংযুক্ত সচল বিদেশী পিস্তল, যাহা কাঠের বাট সহ লম্বা ৮(আট) ইঞ্চি, কাঠের বাট লম্বা ৪ (চার) ইঞ্চি, যাহার বাট কাঠ যুক্ত এবং স্ক্রু দ্বারা আটকানো, ব্যারেলের একপার্শে ৭.৬৫ RMD অপর পার্শে Made in US No-10 সহ ঈগলের ছবি আছেঅ

২। ০২ (দুই) টি পিস্তলের গুলি যাহার পিছনে 7.65 লেখা সহ অস্পষ্ট লেখা আছে।

৩। ০১ (এক) টি পিস্তলের ম্যাগাজিন।

৪। ৬৫ (পয়ষট্রি) পিচ লালচে রংয়ের নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট।

  

গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘ দিন যাবৎ বগুড়া শহরের বিভিন্ন এলাকায় খুন, অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকান্ড পরিচালনা করিয়া আসিতেছিল। এরই ধারাবাহিকতায় ইং ১৮/১১/২০২২ তারিখ রাত ০০.১০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন কাতিলতলা হাট শিববাটি কালিমন্দিরের দক্ষিন পার্শে সোহাগ চৌধুরী, পিতা মো: আ: খালেক চৌধুরী এর নির্মাানাধীন বাড়ীর নিচতলায় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ অবস্থান করিতেছিল বলে জানায়।


এ বিষয়ে বগুড়া সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।


প্রকাশ থাকে যে, ধৃত আসামী শ্রী জুয়েল চন্দ্র ওরফে হাড়ী জুয়েল এর বিরুদ্ধে ইতিপূর্বে খুন, অস্ত্র ও মাদকসহ ০৪টি মামলা রহিয়াছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url