৭শ’ ৪৫ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে র্যাব


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের জিয়ারপুর এলাকা থেকে বুধবার ৭শ’ ৪৫ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার জিয়ারপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন @ কালু (৩০)।
র‌্যাবের এক প্রেসনোটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল দুপটুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের জিয়ারপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় পুকুরের মাঝখানে একটি বাঁশের খুটিতে পানির নিচে বাধা অবস্থায় ৭শ’ ৪৫ বোতাল ফেন্সিডিলসহ জসিমকে আটক করা হয়।
এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url