টিম ডিবি বগুড়া‘র পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ১১ কেজি গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ১১ কেজি গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ইং ২৮-০৭-২০২২ তারিখ ১৯:৪৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন মাটিডালী নামক স্থানের বিমান মোড়ের পশ্চিম পাশে রউফ মটরস এর সামনে ফাঁকা জায়গা হইতে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আসামী ১। মোঃ জাহাঙ্গীর আলম (৩৮), পিতা-মৃত ইয়াছিন আলী ওরফে ইয়াকুব আলী, সাং-গোহাইল, থানা-শাজাহানপুর ও ২। মোছাঃ হেলেনা বেগম (৩০), স্বামী-মোঃ শাহাদত হোসেন ওরফে গিট্টু, পিতা-মৃত রজব আলী প্রাং, সাং-বারপুর মধ্যপাড়া, থানা-বগুড়া সদর, উভয় জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করা হয়।
বগুড়া ডিবির অপর একটি টিম ইং-২৮/০৭/২০২২ তারিখ ২০.৩০ ঘটিকার সময় শেরপুর থানাধীন ধর্মগ্রাম দক্ষিনপাড়া সাকিনস্থ জনৈক ওমর হাজির মিল চাতাল এর পশ্চিম পার্শ্বে বগুড়া-ঢাকাগামী মহাসড়কের উপর হইতে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আসামী ৩। মোঃ নাসির মন্ডল (৩২), পিতা-মৃত জয়নাল মন্ডল, সাং-বিরজুল বাজার উত্তরপাড়া, থানা নন্দিগ্রাম জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়।
বগুড়া ডিবির আরো একটি টিম ইং ২৮-০৭-২০২২ তারিখ ২১.৪০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন লিচুতলা বনানী বাইপাস টু মাটিডালি গামী পাকা রাস্তা নিশ্চিন্তপুর বাজারের অনুমান ১৫০ গজ দক্ষিনে নিশ্চিন্তপুর চারমাথা মোড় হইতে ০১ কেজি গাঁজাসহ আসামী ৪। মোঃ মিন্টু হোসেন (৩৩) পিতা মোঃ ওসমান গণি, সাং-নিশ্চিন্তপুর চকপাড়া, থানা শাজাহানপুর জেলা বগুড়াকে গ্রেফতার করা হয়।
বগুড়া ডিবির অন্য একটি টিম অদ্য ইং ২৯-০৭-২০২২ তারিখ ০৯.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ ছিলিমপুর নামক স্থানে রংপুর-টু-ঢাকা গামী রাস্তার পূর্ব পার্শ্বে লিখন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার পার্শ্বে হইতে ০৭(সাত) কেজি কথিত মাদকদ্রব্য গাঁজাসহ আসামী ৫। মোছাঃ সেলিনা বেগম (৪৫), স্বামী মোঃ শফিকুল ইসলাম, পিতা মৃত আঃ আলিম, মাতা-মোছাঃ জোসনা বেগম, গ্রাম-দৌলতপুর পশ্চিমপাড়া, থানা-কোতয়ালী, জেলা কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার সদর, শেরপুর ও শাজাহানপুর থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে যোগাযোগ করুন-01320-126903