পাবনার সাঁথিয়ায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
সাঁথিয়া থানাধীন সীমান্তবর্তী ছোট পাথাইলহাট নামক স্থানে বাঘাবাড়ী-টু-টেবুনিয়াগামী আঞ্চলিক সড়কের উপর টেবুনিয়াগামী একটি মিনি ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৯-৭৬৩৩ এর সহিত বাঘাবাড়ীগামী একটি মোটর সাইকেল যাহার রেজিঃ নং-পাবনা-হ-১৫-৩২৪২ এর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী মোঃ আঃ মতিন (৬০), পিতা-অজ্ঞাত, সাং-জালালপুর নতুনপাড়া, থানা ও জেলা-পাবনা মৃত্যু বরণ করেন এবং মোটর সাইকেলের অপর দুই আরোহী ১। মোঃ জুয়েল (৩০), পিতা-মোঃ রুস্তম, সাং-জালালপুর নতুনপাড়া, থানা ও জেলা-পাবনাসহ অজ্ঞাত আরও ০১ জন গুরুত্বর আহত হয়।
ইনসিডেন্ট রিপোর্টঃ
তারিখঃ ১৫/০৭/২০২২ খ্রিঃ
১.ইউনিটের নামঃ সাঁথিয়া থানা,পাবনা।
২.বিষয়ঃ সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ প্রসঙ্গে।
৩.ঘটনার তারিখ ও সময়ঃ ১৫/০৭/২০২২ তারিখ বিকাল ১৭.০০ ঘটিকা।
৪.ঘটনার স্থানঃ সাঁথিয়া থানাধীন সীমান্তবর্তী ছোট পাথাইলহাট নামক স্থানে বাঘাবাড়ী-টু-টেবুনিয়াগামী আঞ্চলিক সড়কের উপর।
৫.ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ অদ্য ১৫/০৭/২০২২ তারিখ বিকাল অনুমান ১৭.০০ ঘটিকার সময় সাঁথিয়া থানাধীন সীমান্তবর্তী ছোট পাথাইলহাট নামক স্থানে বাঘাবাড়ী-টু-টেবুনিয়াগামী আঞ্চলিক সড়কের উপর টেবুনিয়াগামী একটি মিনি ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৯-৭৬৩৩ এর সহিত বাঘাবাড়ীগামী একটি মোটর সাইকেল যাহার রেজিঃ নং-পাবনা-হ-১৫-৩২৪২ এর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী মোঃ আঃ মতিন (৬০), পিতা-অজ্ঞাত, সাং-জালালপুর নতুনপাড়া, থানা ও জেলা-পাবনা মৃত্যু বরণ করেন এবং মোটর সাইকেলের অপর দুই আরোহী ১। মোঃ জুয়েল (৩০), পিতা-মোঃ রুস্তম, সাং-জালালপুর নতুনপাড়া, থানা ও জেলা-পাবনাসহ অজ্ঞাত আরও ০১ জন গুরুত্বর আহত অবস্থায় বাঘাবাড়ী ট্যাংলরী হাসপাতালে চিকিৎসাধীন আছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে, মিনি ট্রাক ও মোটর সাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। বর্তমানে উক্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
৬.আইনগত ব্যবস্থাঃ প্রক্রিয়াধীন।
৭. বর্তমান অবস্থাঃ বর্তমানে উক্ত সড়কে যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করিতেছে।