পাবনার সাঁথিয়ায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

 


সাঁথিয়া থানাধীন সীমান্তবর্তী ছোট পাথাইলহাট নামক স্থানে বাঘাবাড়ী-টু-টেবুনিয়াগামী আঞ্চলিক সড়কের উপর টেবুনিয়াগামী একটি মিনি ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৯-৭৬৩৩ এর সহিত বাঘাবাড়ীগামী একটি মোটর সাইকেল যাহার রেজিঃ নং-পাবনা-হ-১৫-৩২৪২ এর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী মোঃ আঃ মতিন (৬০), পিতা-অজ্ঞাত, সাং-জালালপুর নতুনপাড়া, থানা ও জেলা-পাবনা মৃত্যু বরণ করেন এবং মোটর সাইকেলের অপর দুই আরোহী ১। মোঃ জুয়েল (৩০), পিতা-মোঃ রুস্তম, সাং-জালালপুর নতুনপাড়া, থানা ও জেলা-পাবনাসহ অজ্ঞাত আরও ০১ জন গুরুত্বর আহত হয়।


ইনসিডেন্ট রিপোর্টঃ


তারিখঃ ১৫/০৭/২০২২ খ্রিঃ


১.ইউনিটের নামঃ সাঁথিয়া থানা,পাবনা।


২.বিষয়ঃ সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ প্রসঙ্গে।    


৩.ঘটনার তারিখ ও সময়ঃ ১৫/০৭/২০২২ তারিখ বিকাল ১৭.০০ ঘটিকা।  


৪.ঘটনার স্থানঃ সাঁথিয়া থানাধীন সীমান্তবর্তী ছোট পাথাইলহাট নামক স্থানে বাঘাবাড়ী-টু-টেবুনিয়াগামী আঞ্চলিক সড়কের উপর। 

       

৫.ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ অদ্য ১৫/০৭/২০২২ তারিখ বিকাল অনুমান ১৭.০০ ঘটিকার সময় সাঁথিয়া থানাধীন সীমান্তবর্তী ছোট পাথাইলহাট নামক স্থানে বাঘাবাড়ী-টু-টেবুনিয়াগামী আঞ্চলিক সড়কের উপর টেবুনিয়াগামী একটি মিনি ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৯-৭৬৩৩ এর সহিত বাঘাবাড়ীগামী একটি মোটর সাইকেল যাহার রেজিঃ নং-পাবনা-হ-১৫-৩২৪২ এর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী মোঃ আঃ মতিন (৬০), পিতা-অজ্ঞাত, সাং-জালালপুর নতুনপাড়া, থানা ও জেলা-পাবনা মৃত্যু বরণ করেন এবং মোটর সাইকেলের অপর দুই আরোহী ১। মোঃ জুয়েল (৩০), পিতা-মোঃ রুস্তম, সাং-জালালপুর নতুনপাড়া, থানা ও জেলা-পাবনাসহ অজ্ঞাত আরও ০১ জন গুরুত্বর আহত অবস্থায় বাঘাবাড়ী ট্যাংলরী হাসপাতালে চিকিৎসাধীন আছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে, মিনি ট্রাক ও মোটর সাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। বর্তমানে উক্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 


৬.আইনগত ব্যবস্থাঃ প্রক্রিয়াধীন।   


৭. বর্তমান অবস্থাঃ বর্তমানে উক্ত সড়কে যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করিতেছে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url