৪ এপিবিএন, বগুড়ার মাদক বিরোধী অভিযানে ০১ (এক) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম শুকনা গাঁজা সহ ০১ (এক) জন গ্রেফতার”

 


অদ্য ২২/০৭/২০২২ খ্রিঃ ০৮.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার বগুড়া সদর থানাধীন সিলিমপুর বসুন্ধরা ডায়াগণষ্টিক সেন্টার এর সামনে ঢাকা-রংপুর মহাসড়ক পাকা রাস্তার উপর “রোমার বাস, রেজিষ্টেশন নং- ঢাকা মেট্রো-ব ১৫-৩৬৯৬ গাড়ীর সিট নং-২০, যাত্রীবাহী বাসে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১ (এক) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম শুকনা গাঁজা, যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) টাকা সহ আসামী ১। মোঃ মিলন সোনা (২৮), পিতা- মোঃ আতাউল সোনা, সাং- হিনদা কসবা, থানা- ক্ষেতলাল, জেলা- জয়পুরহাট কে গ্রেফতার করা হয়। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ জয়নুল আবেদীন এর নির্দেশে সহকারী পুলিশ সুপার জনাব মাহাবুব-উল আলম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ সোলায়মান হোসেন বাচ্চু, এসআই(নিঃ) মোঃ তরিকুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ মেহেদী হাসান, কনস্টেবল মোঃ নাজিমুজ্জামান, কনস্টেবল মোঃ মেকদাদুর রহমান, কনস্টেবল মোঃ ফেরদৌস হোসেন এবং নারী কনস্টেবল মোছাঃ তাপশী রানী এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url