নাটোরের সিংড়ায় পুকুরে শত্রুতার বিষ


নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামে একটি পুকুরে বিষ দিয়ে চার লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ওই মাছ চাষির নাম মো. কুতুব উদ্দিন। এ ঘটনায় কুতুব উদ্দিন সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছচাষি কুতুব উদ্দিন তিনটি পুকুরে মাছ চাষ করে আসছিল। ব্ন্যায় ক্ষতিগ্রস্ত পুকুর পুনরায় সংস্কারের লক্ষে তিন পুকুরের মাছ স্থানান্তর করে এক পুকুরে মজুদ করে রেখেছিল। শুক্রবার গভীর রাতে কে বা কারা এই পুকরে বিষ প্রযোগ করে। এতে ছোট বড় বিভিন্ন প্রজাতীর মাছ মরে ভেসে ওঠে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url