সিরাজগঞ্জে চারজন জঙ্গীর আত্মসমর্পণ
সিরাজগঞ্জের শাহাজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে চারজন র্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন।র্যাব-১২ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মহিউদ্দিন মিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।মহিউদ্দিন মিরাজ জানান, শুক্রবার বেলা পৌনে ১১টার সময় ওই বাড়ি থেকে বের হয়ে ৪ জন আত্মসমর্পণ করেন। এদের মধ্যে একজনের নাম কিরণ। তিনি পাবনা-সিরাজগঞ্জ জেএমবির আঞ্চলিক প্রধান।
শুক্রবার ভোর ৫টা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই বাড়িটিতে অভিযান শুরু করে র্যাব। সকাল সাড়ে ১০টার দিকে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ওই ঘরে প্রবেশ করেছে।
র্যাব-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, আমরা ওই বাড়িটি অভিযান চালাচ্ছি। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে। তবে ঘটনাস্থলে র্যাবের আরও টিম কাজ করছে। ঢাকা থেকে র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট এসেছে।